মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যমতে, বুধবার বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে। সেজন্য ওই দিন দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে লেনদেন পুনরায় স্বাভাবিক সময় অনুযায়ী চালু হবে।