1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দাম বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫১ এএম

দাম বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
gainer-Top-Ten

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির ক্ষেত্রে দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৪০ টাকা ৫৯.৫৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়। আগের সপ্তাহের শেষে ছিল ২২ টাকা ৫০ পয়সা। সপ্তাহের সব কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড থেকেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৩৩ লাখ ৬৫ হাজার টাকা।

আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির দ্বিতীয় কোম্পানি ছিল ইউনিলিভার কনজুমার কেয়ার। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২৭.৬২ শতাংশ। এই কোম্পানিটিও সপ্তাহের সব কার্যদিবসে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড থেকেছে।

ফরচুন সুজ ২৫.৪৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া গেল দর বৃদ্ধির অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে- রূপালী ইন্স্যুরেন্সের ২২.৭১ শতাংশ, ফাইন ফুডসের ২০.৯৩ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ১৮.৩১ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১৭.৬৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৪৪ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১৫.১৫ শতাংশ এবং আফতাব অটোমোবাইলের ১৪.৮৮ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ