1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারহোল্ডাররা ভালো মুনাফা পাবেন: রবি
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ এএম

শেয়ারহোল্ডাররা ভালো মুনাফা পাবেন: রবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
robi

কর বৈষম্য কমানো হলে শেয়ারহোল্ডাররা ভালো মুনাফা পাবেন বলে মন্তব্য করেছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে রবির আইপিও লটারির ড্র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় রবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রবির এমডি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সব কোম্পানিকেই কিছু সুবিধা দেওয়া হয়। সে হিসেবে আমরাও ২ শতাংশ মিনিমাম টার্নওভার ট্যাক্স এবং করপোরেট কর হারে ১০ শতাংশ অব্যাহতি চেয়েছিলাম। আমাদের প্রতিযোগী অন্য অপারেটর যখন তালিকাভুক্ত হয়েছিল তখন কিন্তু তারাও ১০ শতাংশ করপোরেট কর অব্যাহতি পেয়েছিল।

রবির প্রধান নির্বাহী বলেন, মিনিমাম টার্নওভার ট্যাক্সের কারণে রবির কার্যকর কর হার এখন ৭৭ শতাংশ, সেখানে একই বাজারে থেকেও আমাদের প্রতিযোগী কোম্পানির কার্যকর কর হার ৪০ শতাংশ। আমরা আশা করি, এ কর বৈষম্যের অবসান হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ