পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজ করতে ৭ সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই কমিটিকে শিগগিরই এই সংক্রান্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিএসইসির কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বিএসইসির বর্তমান আইনানুযায়ী আইপিও প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগে। এতে বিনিয়োগকারীদের অর্থ দীর্ঘদিন শেয়ারবাজারে আটকে থাকে। তাই এ প্রক্রিয়াকে সহজ করতে উদ্যোগ নিয়েছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধান করে ৭ সদস্যের একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।’ কমিটিতে ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিদের রাখা হয়েছে বলেও তিনি জানান।
বিএসইসি-সূত্রে জানা গেছে, সংস্থার পরিচালক মো. মনসুর রহমানকে প্রধান করে এ মূল্যায়ন কমিটিতে ডিএসই, সিএসই এবং সিডিবিএলর ২ জন করে প্রতিনিধি রয়েছেন। আগামী রোববার (১৩ ডিসেম্বর) বিএসইসিতে এ বিষয়ে অগ্রগতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।