1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নভেম্বরে সিএসইতে বাজার মূলধন বেড়েছে,ডিএসইতে কমেছে
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪০ এএম

নভেম্বরে সিএসইতে বাজার মূলধন বেড়েছে,ডিএসইতে কমেছে

  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
dse-cse-1

দেশের পুঁজিবাজার উত্থান-পতনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসে শেয়ারবাজারে ২২ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ১২ কার্যদিবস উত্থান আর ১০ কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। নভেম্বর মাসে দেশের উভয় পুঁজিবাজারে একটি বাদে সব সূচক বেড়েছে। আর এ সময়ে সূচকের সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে আর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে।

প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে অক্টোবর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকায়। আর নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৭৯ কোটি ২১ লাখ ৩৭ হাজার টাকায়। অর্থাৎ এ সময়ে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ২৭২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা বা ০.৩২ শতাংশ কমেছে।

এদিকে সিএসইতে অক্টোবর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন ছিল ৩ লাখ ১৯ হাজার ৯৭২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকায়। আর নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ২৩২ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকায়। অর্থাৎ এ সময়ে সিএসইতে বাজার মূলধন ১ হাজার ২৬০ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা বা ০.৩৯ শতাংশ বেড়েছে।

এছাড়া নভেম্বর মাসে ডিএসইতে সব সূচক বেড়েছে। অক্টোবর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৪৬.১০ পয়েন্টে। নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৬.৮৪ পয়েন্ট। অর্থাৎ শেষ মাসে ডিএসইএক্স ২০.৭৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫.১৭ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.২৭ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়েছে নভেম্বরের শেষ কার্যদিবস দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৩.৯৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৮৭.৪০ পয়েন্টে। অক্টোবর মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক যথাক্রমে ১ হাজার ৯৮.৮০ পয়েন্টে এবং ১ হাজার ৬৮০.১৩ পয়েন্টে অবস্থান করছিল।

অপর পুঁজিবাজার সিএসইতে সিএএসপিআই অক্টোবর মাসের শেষ কার্যদিবস ছিল ১৩ হাজার ৮২৪.১৩ পয়েন্টে। নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে সূচকটি দাঁড়ায় ১৩ হাজার ৯৯১.৪৩ পয়েন্টে। অর্থাৎ এক মাসে সূচকটি ১৬৭.৩০ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়েছে।

অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০৭.৩১ পয়েন্ট বা ১.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৪.৩৬ পয়েন্ট বা ১..৪৪ শতাংশ এবং সিএসআই ৩১.৬০ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ বেড়ে নভেম্বরের শেষ কার্যদিবস দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৭.০৬ পয়েন্টে, ১ হাজার ৯.৬৮ পয়েন্টে এবং ৯১৯.৬৭ পয়েন্টে।

তাছাড়া নভেম্বর মাসে সিএসই-৩০ সূচক ১৬২.২৪ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে দাঁড়ায় ১১ হাজার ২০৭.৯৪ পয়েন্টে। অক্টোবর মাসের শেষ কার্যদিবস সূচকটি অবস্থান করছিল ১১ হাজার ৩৭০.১৮ পয়েন্টে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ