1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে বিও হিসাবে ট্রেজারি বন্ড লেনদেন চালু হবে
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ এএম

পুঁজিবাজারে বিও হিসাবে ট্রেজারি বন্ড লেনদেন চালু হবে

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
bo_treasary

সরকারি বন্ড পুঁজিবাজারে লেনদেন করার বিষয়ে কাজ করছেে অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক সহ বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান। সেই সাথে সাধারণ বিনিয়োগকারীও যাতে সরকারি বন্ড কেনাবেচা করতে পারে সেই বিষয়ে কাজ করা হচ্ছে।

বেনিফিশিয়ারি ওনার্স (বিও হিসাব) অ্যাকাউন্টের মাধ্যমে পুঁজিবাজারে ট্রেজারি বন্ড লেনদেন চালু হবে।

আগামী এক সপ্তাহের মধ্যে সকল আইনি জটিলতা নিরসনে করণীয় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে আয়োজিত এক সভায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিডিবিএল এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের এমডিসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সরকারের ট্রেজারি বন্ডসহ সরকারি সিকিউরিটিজগুলো লেনদেনের জন্য সকল আইনি জটিলতা দ্রুত নিরসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ।

তাছাড়া বৈঠক শেষে শেখ সামসুদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডসহ সিকিউরিটিজগুলো পুঁজিবাজারে যাতে লেনদেন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে খোলা-মেলা আলোচনা হয়েছে। সভায় বন্ড চালু করে সেকেন্ডারি মার্কেটে তারল্য বাড়াতে সবাই গুরুত্ব আরোপ করেছেন।

এদিকে বর্তমানে ট্রেজারি বন্ডসহ লেনদেন না হওয়া সিকিউটিরিটিজের অর্থের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা অনেক বছর ধরে এই টাকা পুঁজিবাজারে লেনদেনহীন হয়ে পড়ে আছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ