1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিসিবিএলের সিও হলেন বিএসইসি সাবেক নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পিএম

সিসিবিএলের সিও হলেন বিএসইসি সাবেক নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
Farhad-ccbl-

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ৷

সিসিবিএলের আবেদনের প্রেক্ষিতে কমিশন তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

বিএসইসির উপপরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিসিবিএলের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

প্রাপ্ত চিঠি অনুযায়ি, ফরহাদ আহমেদকে সিসিবিএলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ৪ বছরের জন্য নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ফরহাদ আহমেদ পদাধিকার বলে পর্ষদে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে গত ২ জুলাই সিসিবিএলের প্রথম পরিচালনা পর্ষদের সভায় বিএসইসির সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদারকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিএসইসি সর্বশেষ গত ১৭ জুন সিসিবিএলে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। আর ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্যে সিসিবিএলকে চিঠি প্রদান করে।

তাছাড়া ১৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। বাকি ৩ জনের মধ্যে ২ জন শেয়ার ধারক পরিচালকের ১ জন ঢাকা স্টক একচেঞ্জ থেকে ও ১ জন কৌশলগত বিনিয়োগকারী থেকে আসবেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ