1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে নির্বাচনের তারিখ ঘোষণা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পিএম

ডিএসইতে শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
DSE-- (2)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: আব্দুস সামাদ।

এদিকে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ডিসেম্বর। নির্বাচন থেকে সরে আসার জন্য বৈধ প্রার্থীগণ আগামী ১৭ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র তুলে নিতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

এরপর আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে নির্বাচনে ভোগ গ্রহণ করা হবে।

অফিসিয়ালভাবে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ