পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের যমুনা ব্যাংক লিমিটেড মূলধন বৃদ্ধির জন্য বে-মেয়াদী বন্ড ছেড়ে ৪০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে কিছুটা পরিবর্তন আনছে । শেয়ারে অ-রূপান্তরযোগ্য বন্ডকে রূপান্তরযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে।
এজন্য ব্যাংকটি আগামী ৯ ডিসেম্বর বিকেল ৫টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ভার্চুয়াল প্ল্যাটফরমে এই সভা অনুষ্ঠিত হবে।
রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।