পুঁজিবাজারে আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের ৩৫৪টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। খাতগুলোর মধ্যে তিন খাতের শেয়ার ও ইউনিট দর ধস নেমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, খাতগুলোর মধ্যে সেবা ও আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর মিউচ্যুয়াল ফান্ড খাতের ৯৭ শতাংশ এবং বীমা খাতের ৯৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
এই তিন খাতের মধ্যে সেবা ও আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। সেবা ও আবাসন খাতের ৪ কোম্পানির মধ্যে শেয়ার দর সর্বোচ্চ ২.৫০ টাকা কমেছে শমরিতা হসপিটালের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা কমেছে সামিট এলায়েন্স পোর্টের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা শেয়ার দর কমেছে ইস্টার্ন হাউজিংয়ের।
আজ মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি কোম্পানির মধ্যে ৩৬টির বা ৯৭ শতাংশের ইউনিট দর কমেছে। এখাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১.১০ টাকা করে ইউনিট দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা করে কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা করে ইউনিট্ দর কমেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
এদিন এখাতের একমাত্র রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ০.৩০ টাকা বেড়েছে।
এছাড়া বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ার দর কমেছে। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি। আজ বীমা খাতের কোন কোম্পানির শেয়ার দর বাড়েনি। শেয়ার দর কমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০.৮০ টাকা কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টাকা কমেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬.৮০ টাকা কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।