বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় মীর আক্তার হোসেন লিমিটেডের কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৬০ টাকা।
কোম্পানিটির বিডিংয়ে সর্বোচ্চ ৯৮ টাকা এবং সর্বনিম্ন ১৪ টাকায় বিডিং হয়। এর আগে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য গত ৪ অক্টোবর রোববার বিকাল ৫ টা থেকে শুরু হয়ে একটানা ৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত চলে।
ইতিমধ্যে ৬০ টাকার ওপরে যেসব প্রতিষ্ঠান বিড করে শেয়ার পেয়েছে তাদের তালিকা প্রকাশিত হয়েছে। মীর আক্তার হোসেন লিমিটেডের সর্বোচ্চ বিড করেছে এশিয়ার টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ৯৮ টাকায়।
এরপরের অবস্থানে রয়েছে একুশ ফার্স্ট ইউনিট ফান্ড এবং একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ৮১ টাকায়। মোট ৭৩টি ইলিজিবিল ইনভেস্টর মীর আক্তারের শেয়ার পাবে। এর মধ্যে ফান্ডের সংখ্যাই ৩৫টি।
কোম্পানিটির মোট ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭ শেয়ার ছাড়তে হবে। এর মধ্যে ৩৫ ফান্ড পাচ্ছে ৪৪ লাখ ২৩ হাজার ৩৪৭টি শেয়ার। অর্থাৎ মোট শেয়ারের প্রায় ৪৩% থাকবে ফান্ডগুলোর হাতে।
নিম্নে কোন প্রতিষ্ঠান কতো বিডিং কি পরিমাণ শেয়ার পেয়েছে তার তালিকা তুলে ধরা হলো: