আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩১ বারে ২৭ লাখ ৮৮ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৩ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৫৬৪ বারে ৫৯ লাখ ৮ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৫২ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪৯ বারে ৫০ লাখ ৭২ হাজার ৩৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৫ দশমিক ৪০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৪ দশমিক ৭৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৪ দশমিক ৫৫ শতাংশ ও জেমিনি সী ফুডের ৪ দশমিক ০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।