পুঁজিবাজারে আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫২ বারে ৩৪ লাখ ৭৭ হাজার ৭২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকা দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১ হাজার ৭৪ বারে ৭৬ হাজার ৬৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। ফান্ডটি ৫৮৬ বারে ২৮ লাখ ৯৫ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ টাকা।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ৯ দশমিক ৬৯ শতাংশ, আনোয়ার গ্যালভেনাইজিংয়ের ৯ দশমিক ৬৯ শতাংশ, কুইন সাউথের ৯ দশমিক ৬৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৫৮ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৬ শতাংশ ও ইভেন্স টেক্সটাইলের ৯ দশমিক ৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।