পুঁজিবাজারে আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০০ বারে ৩৯ লাখ ১৯ হাজার ৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৯ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১৭৭ বারে ১৫ লাখ ১১ হাজার ৬৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা এবং তৃতীয়স্থানে থাকা নিউ লাইনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ৮৮৫ বারে ৯৮ লাখ ৪৭ হাজার ৫২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৪ লাখ টাকা।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭ দশমিক ৪৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭ দশমিক ৩৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ দশমিক ৮২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬ দশমিক ৬৭ শতাংশ ও তসরিফার ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।