পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের ২ পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালক নিজাম উদ্দিন আহমেদ তার কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ৪৮ হাজার ৩৮৪টি শেয়ারের মধ্যে ৮ লাখ ৫০ হাজার ৪০০ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্ত্রী দিলরুবা শারমিনকে দেবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।
এছাড়া পরিচালক নাসির উদ্দিন আহমেদ তার কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ৪৯ হাজার ৬২১টি শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্ত্রী শারমিন নাসিরকে দেবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।