আজ সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৯টির বা ৭২.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে।
কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর টপটেন লুজারে বীমা খাতের কোম্পানিগুলো আধিপত্য দেখা গেছে। অর্থাৎ আজ টপটেন লুজারের ১০টির মধ্যে ৯টি বা ৯০ শতাংশ কোম্পানিই বীমা খাতের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে টপটেন লুজার তালিকার প্রথমেই উঠে আসে প্রভাতী ইন্স্যুরেন্স। রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ৫২ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রভাতী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৪৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.১৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকায় উঠে আসে।
এছাড়া ডিএসইতে শ্যামপুর সুগারের শেয়ার দর ৯.০৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকায় উঠে আসে।