পুঁজিবাজারে জালিয়াতি করা ক্রেস্ট সিকিউরিটিজের ১২০০ এরও বেশি অ্যাকাউন্টের শেয়ার ক্লায়েন্টের লিংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে টানা কয়েকদিনে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL) এই সিকিউরিটিজ ট্রান্সফারের করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ২০৭৯ টি বিও একাউন্ট এর শেয়ার ট্রান্সফার করার প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে ১২০০ এরও বেশি অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার সম্পন্ন হয়েছে। বাকি শেয়ারগুলো ট্রান্সফারের প্রক্রিয়া চলছে এখনো।
উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এখন পর্যন্ত শেয়ার ও ফান্ড ট্রান্সফারের জন্য ৫২৯০ টি আবেদন পেয়েছে। এসব আবেদনের মধ্যে ২২০০টি আবেদন শেয়ার নিয়ে আর ১০০০ এরও বেশী আবেদন ফান্ড ও শেয়ার উভয়টি নিয়ে।