পুঁজিবাজারে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৬টির বা ৬৩.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে সিটি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার সিটি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আর রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিটি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তশরিফার ১০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯.৯৩ শতাংশ, এবি ব্যাংকের ৯.৯০ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯.৮৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯.৬৫ শতাংশ এবং ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর ৯.৪৮ শতাংশ বেড়েছে।