পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, কর্পোরেট হাউজ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশী ব্যক্তি, কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে সাউথইস্ট ব্যাংকের টায়ার -II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।
বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভূক্ত করার শর্তারোপ করা হয়েছে
এদিকে আজকের কমিশন সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কমিশন তাদের নাম প্রকাশ করেনি।