দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আয় করলেই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনা যাবে না। বিশেষ করে বিদেশে চাকরির বিপরীতে পাওয়া পেনশন এবং শিপিং বা এয়ারওয়েজে কর্মরতরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন না।
অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সোমবার একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে সার্কুলারে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার যোগ্যতার ক্ষেত্রে বিদ্যমান বন্ড রুলসের পাশপাশি কারা কিনতে পারবেন না, তা স্পষ্ট করা করেছে।
উক্ত তালিকায় রয়েছেন- যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় পাওয়া পেনশন পেয়েছেন বা প্রবাস থেকে পেনশন পাওয়া কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন, তারা এ বন্ড কিনতে পারবেন না।
উল্লেখ্য, ওয়েজ আর্নারের মৃত্যুপরবর্তী চাকরির সুযোগ-সুবিধা বাবদ পাওয়া অর্থ দিয়েও এ বন্ড কেনা যাবে না। এতে আরও বলা হয়, বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রু ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না।