পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এখানে কোম্পানি ৩টি হলো : মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং শাইনপুকুর সিরামিক।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানি ৩টির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৫ আগস্ট পৃথক পৃথকভাবে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।