পুঁজিবাজারে ২০১৯ সালের ৩০ এপ্রিল বেশ ঘটা করে স্মল ক্যাপ মার্কেট গঠন করা হলেও নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। যদিও এতোদিন ২ কোম্পানির পুঁজি উত্তোলনের আবেদন পড়ে ছিল।
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা নিয়ালকো অ্যালোয়স লিমিটেড ও গার্ডিয়ানা ওয়্যারস লিমিটেডের কিউআইও বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
তাছাড়া কমিশনের পক্ষ থেকে কোম্পানি দুটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারিং (কিউআইও) বাতিল করে ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজারকে চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো: গার্ডেনিয়া উইয়ার্স লিমিটেড এবং নিয়ালকো অ্যালয়স। কোম্পানি দুটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানি দুটি’র কিউআইও অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বেশ আর্থিক অসঙ্গতি পেয়েছে কমিশন। তাই এগুলোর অসঙ্গতি দূর করে পুনরায় আবেদন করতে বলা হয়েছে।