পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার দর আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং এবং ফ্যামেলি টেক্স বিডি লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, ০১. এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আজ ১০ শতাংশ বা ০.৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.৫০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৯ লাখ ৩৮ হাজার ২০৩টি ইউনিট ১৫৯ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ২৪ হাজার টাকা।
০২.ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ ১০ শতাংশ বা ০.৬ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৬.৬০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১৪ লাখ ৮২ হাজার ৬৬৯টি ইউনিট ১৯৭ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৯৬ লাখ ৮৫ হাজার টাকা।
০৩.তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ০.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ২ লাখ ২৪ হাজার ২২০টি শেয়ার ৫৩ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৭ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া ফ্যামেলি টেক্স বিডি লিমিটেডের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ০.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৭ লাখ ৩০ হাজার ৬৬৮টি শেয়ার ১৫০ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২৪ লাখ ১১ হাজার টাকা।