পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইষ্টার্ন ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫৪ পয়সা।
কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এজিএমের তারিখ চূড়ান্ত হওয়ার পর তা শেয়ারহোল্ডারদের জানিয়ে দেয়া হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।
শেয়ারবার্তা / আনিস