প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর পতন বা টপটেন লুজারের শীর্ষে রয়েছে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.৭৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিট ৮২ বারে ১ লাখ ৪৩ হাজার ৮২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর অপরিবর্তিত রয়েছে। কোম্পানিটি আজ সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- ফ্যামিলি টেক্স, ইসলামী ব্যাংক,বেক্সিমকো ফার্মা, ফাইন ফুডস, এসিআই, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও ওয়ান ব্যাংক লিমিটেড।
শেয়ারবার্তা / হামিদ