পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিচ্ছেন পরিচালক ফরিদুল আলম ইমন। সোমবার (২৯ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যা আগামী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পর কার্যকর হবে।
কোম্পানি সূত্র মতে, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বিশিষ্ট শিল্পপতি ফিরোজ আলম। তিনি ২০১৯ সালের অক্টোবর মাসে মৃত্যু বরণ করেন। ফরিদুল আলম তার বড় ছেলে। এতোদিন তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট শিল্পপতি পরিবারে জন্ম গ্রহণ করা তরুণ এই উদ্যোক্তা খুব সুন্দরভাবেই দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক প্রজ্ঞা বিবেচনা করে তাঁকে এই দায়িত্ব দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ফরিদুল আলম ইমন দেশের শিল্প খাতের অন্যতম কনিষ্ঠ উদ্যোক্তা। তরুণ এই উদ্যোক্তা তৈরি পোশাক গার্মেন্টস এবং টেক্সটাইল খাত দিয়ে ব্যবসা শুরু করেন। তিনি কমফিট কমপোজিট নিট লিমিটেডের (সিসিকেএল) অন্যতম উদ্যোক্তা তিনি। তিনি সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সফল এই ব্যবসায়ী বেসরকারি বিদ্যুৎ কোম্পানি শাহজিবাজারের অন্যতম উদ্যোক্তা।
ফরিদুল আলম মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও মিডল্যান্ড ইস্ট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দেশের অন্যতম একটি রিফাইনারি কোম্পানি পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের উদ্যোক্তা। তিনি পেট্রোম্যাক্স এলপিজিরও একজন উদ্যোক্তা।
শেয়ারবার্তা / মামুন