সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১১ লাখ ৮৫ হাজার ৮৮টি শেয়ার ২৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার যমুনা অয়েলের লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ লাখ ৪৯ হাজার টাকার এপিএসসিএল বন্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ৬৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের।
এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ২৩ লাখ ৭৯ হাজার টাকার, আমান ফিডের ১০ লাখ ৫১ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ১৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১০ লাখ ১৬ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৮ লাখ ৯৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৬ লাখ ৫৯ হাজার টাকার, আইএফআইসির ১২ লাখ ৯০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ১৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৫ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২১ লাখ ৬৮ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৯ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ১২ লাখ ৪২ হাজার টাকার, সিঙ্গার বিডির ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৪২ লাখ ৪২ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।