1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় প্রবৃদ্ধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পিএম

লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় প্রবৃদ্ধি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
Lankabangla

লংকাবাংলা ফাইন্যান্সের আগের বছরের তুলনায় ২০১৯ সালে ব্যবসায় মুনাফায় উত্থান হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ ২০) সেই ধারাবাহিকতা ছিল।

লংকাবাংলা ফাইন্যান্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গেছে।

কোম্পানিটিরর ১ বছরের ব্যবধানে মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ১৪.৩৫ শতাংশ। ২০১৯ সালে কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকা। যার পরিমাণ এর আগের বছরে ছিল ৪৪ কোটি ৪৪ লাখ টাকা। আর এককভাবে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৩ কোটি ৬০ লাখ টাকা। যার পরিমাণ এর আগের বছরে ছিল ৭১ কোটি ৪২ লাখ টাকা।

এদিকে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ পয়সা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরে ছিল ৮৫ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের জন্য ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটি এ বছরের ৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

২০১৯ সালের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স। এ কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী সমন্বিত মুনাফা ২৪.৫৫ শতাংশ বেড়ে ৬ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ৫ কোটি ৫২ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ