1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংকের বিনিয়োগে মনিটরিং শুরু
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১০ এএম

ব্যাংকের বিনিয়োগে মনিটরিং শুরু

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২০
govt taka bank

শেয়ারবাজারে ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে আজ (০৮ জুন) থেকে তদারকি (মনিটরিং) শুরু করছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা প্রতিদিন করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

শেয়ারবাজারে তারল্য সংকট সমাধানে ব্যাংকগুলোকে সহজ শর্তে ২০০ কোটি টাকা করে ঋণ দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে করোনাভাইরাস মহামারিতে শেয়ারবাজার ৬৬ দিন বন্ধ থাকায় সে বিনিয়োগ করা আটকে ছিল। তবে শেয়ারবাজার এখন খুলেছে। তাই বিনিয়োগ করাকে উৎসাহিত করবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রতিদিন বিনিয়োগের বিষয়ে তদারকি করবে।

ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, সরকার প্রত্যেকটি ব্যাংকে ২০০ কোটি টাকা করে ৫ বছরের জন্য শেয়ারবাজারে বিনিয়োগ করার দীর্ঘমেয়াদি সুবিধা দিয়েছেন। এই বিনিয়োগের মাধ্যমে শেয়ারবাজারে ইতিবাচকতা ফিরে আসবে এবং তারল্য সংকট দূর হবেl

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি যৌথ মনিটরিং শুরু করছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে প্রতিদিন জানাতে হবে তারা কত টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এই ২০০ কোটি টাকা বিনিয়োগে কোনো সমস্যা হলে, বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক তা সমাধান করে দিবে। এটা বাংলাদেশ ব্যাংকের শেয়ারবাজারে তারল্য সংকট দূরীকরণে একটা যুগান্তকারী সিদ্ধান্ত।

আরও পড়ুন…..
৩০ সেপ্টেম্বরের আগে নগদ লভ্যাংশ বিতরন করতে পারবে ব্যাংক

এর আগে গত ১ জুন সৌজন্য সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ব্যাংকগুলোকে শেয়ারবাজারে ২০০ কোটি টাকা তহবিল গঠনের মাধ্যমে বিনিয়োগে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন। তিনি গভর্নরকে বলেন, ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগে ২০০ কোটি টাকার ফান্ড গঠনের সুবিধা দেওয়া হলেও মাত্র ২টি বাণিজ্যিক ব্যাংক আংশিক বিনিয়োগ করেছে। আর ৮টি ব্যাংক এ বিষয়ে পর্ষদের অনুমোদন নিলেও এখনো এগিয়ে আসেনি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ