1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব বণ্টন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৯ এএম

বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব বণ্টন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
BSEC

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এরইমধ্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত চিঠির মাধ্যমে কমিশনারদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রশাসন ও অর্থ (এঅ্যান্ডএফ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (আইএডি), প্রজেক্ট, ইন্টারনাল অডিট বিভাগ ও কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন করবেন।

কমিশনারদের মধ্যে খোন্দকার কামালউজ্জামান দায়িত্ব পালন করবেন আইন বিভাগ, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ (সিএমআরআরসি), এনফোর্সমেন্ট বিভাগ ও শুদ্ধাচার (ইন্টেগ্রিটি)।

ক্যাপিটাল ইস্যু বিভাগসহ (সিআই) ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন নিবন্ধন বিভাগ (রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং), সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ (এসআরএমআইসি), সার্ভেইল্যান্স বিভাগ ও ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ।

ড. মো: মিজানুর রহমানকে দেওয়া হয়েছে মিউচ্যুয়াল ফান্ড ও এসপিভি বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ (সিএফডি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেমস বিভাগ (এমআইএস), গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং এএমএল অ্যান্ড সিএফটি উইং।

কমিশনারদের মধ্যে সবার শেষে নিয়োগ পাওয়া আব্দুল হালিম সামলাবেন সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভাগ (এসআরআই), সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বিভাগ (সিডিএস), সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টস (এপিএ) এবং ইনোভেশন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ