পুঁজিবাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার চেয়ে ১৩ শতাংশ বা সাড়ে ৩৪ কোটি টাকা বেশি নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
মেরিকো বাংলাদেশের ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৮৪.০১ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শেয়ারপ্রতি ৮৪.০১ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ১১৩ শতাংশ। যা মুনাফার চেয়েও ৩৪ কোটি ৬১ লাখ ৮৫ হাজার টাকা বা ১৩ শতাংশ বেশি।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ৮৪.০১ টাকা হিসেবে মোট ২৬৪ কোটি ৬৩ লাখ ১৫ হাজার টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ৯৫০ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ৯৫ টাকা করে মোট ২৯৯ কোটি ২৫ লাখ টাকা বা ১১৩.০৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লভ্যাংশের মধ্যে কোম্পানিটি অন্তর্বর্তীকালী সময়ে ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ কোম্পানিটি ৭৫০ টাকা লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৭৫ টাকা করে মোট ২৩৬ কোটি ২৫ লাখ টাকা বা ৮৯.২৭ শতাংশ শেয়ারধারীদের আগেই দিয়ে দিয়েছে।
আর চূড়ান্তভাবে কোম্পানিটির বোর্ড সভায় ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ২০০ শতাংশ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২০ টাকা করে ৬৩ কোটি টাকা বা ২৩.৮০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড সভা। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের পর দেয়া হবে।
এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ব্যবসায় ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেরিকোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৫০ লাখ টাকা।
শেয়ারবার্তা/সাইফুল