পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যথা সময়ে কমিশনে দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৯ এপ্রিল) বিএসইসির ৭২৫তম সভায় কোম্পানিটিকে এই সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তাদের ৩১ ডিসেম্বর ২০১৪ সালের নিরীক্ষা আর্থিক প্রতিবেদন যথা সময়ে কমিশনে দাখিলে ব্যর্থ হয়েছে ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ১৯৮৭ এর রুল ১২ এর ৩(এ) ভঙ্গ করেছে। এছাড়াও কোম্পানিটি ৩১ মার্চ ২০১৫ সালের সমাপ্ত ত্রৈমাসিক প্রতিবেদন কমিশনে দাখিলে ব্যর্থ হয়েছে বিধায় কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি ২০০৮-১৮৩/এডমিন/০৩=৩১ তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০০৯ ভঙ্গ হয়েছে। উল্লেখ্য যে, পরবর্তীতে কোম্পানিটি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিল করেছে।
উক্ত আইন সমূহ লঙ্ঘনের জন্য কমিশন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবার্তা/সাইফুল