1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে সূচকের ইতিবাচকতা পুঁজিবাজারে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

বিদায়ী সপ্তাহে সূচকের ইতিবাচকতা পুঁজিবাজারে

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০
dse-cse-trade

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৯.৪৫ শতাংশ। ওই সময়ে শেয়ার দর কমেছে ৫৪ শতাংশ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৮১ লাখ ৫১ হাজার টাকা। আগের সপ্তাহে ৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩৭০ কোটি ৬৭ লাখ টাকা বা ২৯ দশমিক ৪৫ শতাংশ।

গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৯৩ দশমিক ০৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ৬.১২ শতাংশ।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ০ দশমিক ০৬ শতাংশ। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল দশমিক ০.৭৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচক বেড়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩.৩২ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ। ডিএসই শরীয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডিএসই৩০ সূচক বেড়েছে ৫.০২ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ৫৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪০টি, কমেছে ১৯৬টি, অপরিবর্তিত রয়েছে ২২টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ৫৬২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৭৩ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৫১ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৮০৬ টাকা বা ২৮২ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৮ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির বা ৩১ শতাংশের দর বেড়েছে এবং ১৮৪টির বা ৬৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে। কোনো কোম্পানির শেয়ার দর এ সময়ে কমেনি।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ