1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
যে কারণে মুসলিম-ইহুদি একাত্ব
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

যে কারণে মুসলিম-ইহুদি একাত্ব

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। নানা ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে মানুষের। তবে এর মধ্যেও বিশ্বের নানা প্রান্তে ভালো লাগার মতো অনেক ঘটনা ঘটছে। এসব ঘটনা করোনার আতঙ্কের মধ্যেও আমাদের নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে, সাহস জোগাচ্ছে।

করোনার সঙ্কট ছড়িয়ে পড়ার পর থেকেই মানবিকতার বেশ কিছু ঘটনাও চোখে পড়েছে। এই দুর্যোগে একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। খাবার, অর্থ দিয়ে মানুষের সেবায় এগিয়ে আসছে মানুষ।

সম্প্রতি করোনা সঙ্কটে বিরল ঘটনা চোখে পড়ল ইসরায়েলে। করোনা সেখানে মুসলিম এবং ইহুদিকে এক করেছে। পাশাপাশি দাঁড়িয়ে এক ইহুদি ও এক মুসলিমকে নামাজ আদায় করতে দেখা গেছে।

দু’জনেই কাজে বেশ ব্যস্ত ছিলেন। এতটুকু ফুসরত মিলছিল না। আব্রাহাম মিনজ এবং জোহের আবু জামা ইসরায়েলে জরুরি সেবা কাজে নিয়োজিত রয়েছেন। সারাক্ষণই লোকজনকে সেবা দিয়ে যাচ্ছেন তারা।

একের পর এক ফোনকল আসে। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। সন্ধ্যা ছয়টার দিকে একটু অবসর মিলেছিল। মিনজ আর আবু জামা বুঝে নিয়েছিলেন যে এটাই হয়তো আজকের মতো কিছুটা বিরতির সময়। এরপর আবার একের পর এক ফোনকল আসতে থাকবে।

সে কারণে কোনো কিছু না ভেবেই এই সময়টায় নিজেদের প্রার্থনার জন্য কাজে লাগালেন তারা। মিনজ ইহুদি। প্রার্থনার উদ্দেশে জেরুজালেমের দিকে মুখ করে কাঁধে সাদা-কালো শাল জড়িয়ে নিলেন তিনি। শুরু করলেন প্রার্থনা।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ