দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশে ২৬ মার্চ থেকে ১০ দিন ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তে একমত পোষণ করে পুঁজিবাজারও ১০ দিন বন্ধের ঘোষণা দিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সাথে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ ও ২৮ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও ১০ দিন বন্ধ থাকবে।
শেয়ারবার্তা/সাইফুল