সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১২.৬১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৪২ লাখ ৫০ হাজার ৬১৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৫ কোটি ১১ লাখ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে ছিল এসিআই ফরমুলেশনস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯.২৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩০৩ বারে ৭২ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসিআই, দেশ গার্মেন্টস, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
শেয়ারবার্তা / আনিস