1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লকডাউনের পরও ৩ খাতে শতভাগ দরপতন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পিএম

লকডাউনের পরও ৩ খাতে শতভাগ দরপতন

  • আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

পুঁজিবাজারে পতন ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়। যার কারণে ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থান হয়েছে। আজ রোববার তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দরের ফ্লোর প্রাইস গণনায় ডিএসই সংশোধনী আনলেও বেশিরভাগ খাতেই লকডাউন ছিল। যার কারণে আজ ডিএসইর লেনদেনে সামান্যই পতন হয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবারের পরিবর্তে রোববার ফ্লোর প্রাইস বা ওয়েটেড গড় দর নির্ধারণ করায় উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে লকডাউনের মধ্যেও ৩ খাতে শতভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। খাতগুলো হলো-পাট, চামড়া এবং পেপার এন্ড প্রিন্টিং খাত। আজ পাট খাতের ৩টি কোম্পানি, চামড়া খাতে ৬টি কোম্পানি এবং পেপার এন্ড প্রিন্টিং খাতে ৩টি কোম্পানির মধ্যে সবগুলোরই দরপতন হয়েছে।

এছাড়া, আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮৪ দশমিক ২১ শতাংশ, বিবিধ খাতে ৮৩ দশমিক ৩৩ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৮০ শতাংশ, সেবা ও বিনোদন খাতে ৭৫ শতাংশ এবং প্রকৌশল খাতে ৬৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ