1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ এএম

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২০

বিদায়ী সপ্তাহেও পুঁজিবাজারে বড় পতন হয়েছে। আলোচ্য সপ্তাহে ৪ কর্মদিবসের মধ্যে ৩ কর্মদিবস পুঁজিবাজারে বড় পতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ২৪.৬৮ শতাংশ। আর ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৫৮ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৮৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮৩০ কোটি টাকা বা ৩৯ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১০৩ কোটি টাকার বা ২৪.৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে ৪ কর্মদিবসের ডিএসইতে ৩১৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ১৯২ টাকার।
গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৪ দশমিক ৪০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ১৪ শতাংশ।
সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল দশমিক ৪৯ শতাংশ। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ১১ শতাংশ।

সপ্তাহের শেষ দিনে ডিএসইতে সূচকের রেকর্ড পরিমাণ উত্থান হলেও তা সাপ্তাহিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলেনি।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচক কমেছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৫৫ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ। ডিএসই শরীয়াহ সূচক ৩৮.৩৫ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ কমেছে। অন্যদিকে ডিএসই৩০ সূচক কমেছে ৫৫.৭৮ পয়েন্ট বা ৭৮ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ৮৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৪৫টি, কমেছে ৩০৪টি, অপরিবর্তিত রয়েছে ৯টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ