বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২২.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩১.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৭.২৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭.০১ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্সর ৪.৭৬ শতাংশ, ইবনে সিনার ৪.৫৭ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৪.১৯ শতাংশ, বাটা সু’র ৪.১৮ শতাংশ এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.১৭ শতাংশ বেড়েছে।
শেয়ারবার্তা / আনিস