বিশ্বজুড়ে করোনা আতঙ্কে পুঁজিবাজারে যে ধস নেমেছিল তার তীব্রতা কিছুটা কমেছে। টানা পতনের পর বাজার একটু উর্ধমুখী হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে মূল্যসূচক বেড়েছে। এশিয়ার বাজারে বৃহস্পতিবার মিশ্র অবস্থা থাকলেও জাপান ছাড়া আজ (শুক্রবার) সব দেশেই সূচক উর্ধমুখী।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাজারের প্রধান তিন সূচকই ছিল উর্ধমুখী। এগুলোর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ কাল দশমিক ৪৭ শতাংশ, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ইনডেক্স দশমিক ৯৭ শতাংশ এবং নাসদাক ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
আজ (শুক্রবার) বিকাল সাড়ে তিনটায় ফ্রান্সের পুঁজিবাজারে বেঞ্চমার্ক সূচক সিএসি ৪০ আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ৫ দশমিক ৬৭ শতাংশ, যুক্তরাজ্যের এফটিএসই সূচক ২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছিল। এমনকি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালিতেও আজ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে।
এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে আজ ভারতে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১০০ সূচক ৫ দশমিক ৪ শতাংশ, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে প্রায় ৫ শতাংশ। কোরিয়ান স্টক এক্সচেঞ্জের সূচক কেওএসপিআই ইনডেক্স ৭ দশমিক ৪৪ শতাংশ, হংকং এর হ্যাংসেং ইনেক্স ৫ দশমিক ০৫ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট ইনডেক্স ১ দশমিক ৬১ শতাংশ বেড়েছে (রিপোর্ট লেখা পর্যন্ত)।
এশিয়ার বড় বাজারগুলোর মধ্যে একমাত্র জাপানে সূচক কমেছে। গতকাল দেশটির পুঁজিবাজারের প্রধান সূচক নিক্কি ২২৫ আজ ১ দশমিক ০৪ শতাংশ কমেছে।
শেয়ারবার্তা / হামিদ