করোনাভাইরাসের কারণে শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমানোর সিদ্ধান্ত রবিবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের যে নতুন সময় নির্ধারণ করেছে তা ২২ মার্চ (রবিবার) থেকে কার্যকর হবে। ওই দিন থেকে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবে।
এর আগে গত বুধবার ডিএসইর পর্ষদ এক জরুরী সভা করে লেনদেনের সময় একঘণ্টা কমিয়ে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারণ করেছিল।
শেয়ারবার্তা/সাইফুল