1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজ পুজিবাজারে লেনদেন হওয়ার সম্ভাবনা ক্ষীণ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ এএম

আজ পুজিবাজারে লেনদেন হওয়ার সম্ভাবনা ক্ষীণ

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২০
DSE-CSE-closed

দেশের পুজিবাজারে আজ দুই দফায় লেনদেন পেছানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুসারে, বেলা ১ টায় লেনদেন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ সময়েও লেনদেন শুরু হয়নি কোনো বাজারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত আজ লেনদেন না-ও হতে পারে।

জানা গেছে, জটিল পরিস্থিতিতে পড়েছে পুঁজিবাজারের লেনদেন। দফায় দফায় পেছানো হচ্ছে লেনদেনের সময়। শেয়ারের দাম কমার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) দেয়া এক মৌখিক নির্দেশের ফলে এ পরিস্থিরি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসি থেকে শেয়ার দাম কমার ক্ষেত্রে সার্কিট ব্রেকার হিসেবে একটি মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। এতে গত পাঁচ কার্যদিবসের শেয়ারের ক্লোজিং প্রাইজের গড় দামের ওপর সার্কিট ব্রেকার সীমা নির্ধারণে নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে শেয়ার দাম এক শতাংশেরও কম কমতে পারবে।

এই নির্দেশনা কার্যকর করার জন্য ডিএসই গত পাঁচ কার্যদিবসের শেয়ারের ক্লোজিং প্রাইজের গড় নির্ধারণে কাজ করছে। বিষয়টি খুবই জটিল বলে ডিএসইর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন।

এ কারণে আজ বৃহস্পতিবার প্রথমে লেনদেন শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টা করা হয়। পরবর্তীতে তা পিছিয়ে দুপুর ১টা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (১টা ২৫ মিনিট) লেনদেন শুরু করা যায়নি। আজ লেনদেন শুরু হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ