দেশের দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের সার্কিট ব্রেকার বা মূল্য পরিবর্তনের সর্বোচ্চ সীমা কমছে। তবে শুধু মূল্য হ্রাসের ক্ষেত্রে এই সীমা কমানো হচ্ছে। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমাই থাকছে।
করোনাভাইরাসের কারণে বিনিয়োকারীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর একটি সূত্র জানায়, ডিএসইর সূচক কমার ক্ষেত্রে সূচক সর্বোচ্চ ৩ শতাংশ নামতে পারবে। ৩ শতাংশের বেশি সূচক পড়ে গেলে মার্কেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে সূচক বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের ন্যায় কোন সীমা থাকবে না।
অন্যদিকে, যে কোন কোম্পানির শেয়ার দর উঠা-নামার ক্ষেত্রে পূর্বের ন্যায় সার্কিট ব্রেকার বলবৎ থাকছে।
শেয়ারবার্তা / আনিস