1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তৃতীয় বার পেছালো লেনদেনের সময়
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২১ এএম

তৃতীয় বার পেছালো লেনদেনের সময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
DSE CSE

দেশের পুঁজিবাজারের লেনদেন শুরুর সময় তৃতীয় দফায় পেছানো হয়েছে। তৃতীয় দফায় দুপুর ১টার পরিবর্তে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রথম দফায় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় এবং দ্বিতীয় দফায় সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টায় লেনদেন শুরু হওয়ার জন্য সময় নির্ধারন করা হয়েছিল।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে কারিগরি বিষয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে। যা নিয়ে ডিএসইর ম্যানেজমেন্ট কাজ করছে। কিন্তু এখনো শেষ না হওয়ায়, লেনদেন শুরুর সময় তৃতীয় দফায় পিছিয়ে দুপুর ২টায় করেছে। তবে ডিএসইর কারিগরি কাজ শেষে করে আজ লেনদেন শুরু করার সম্ভাবনা ক্ষীণ।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আজ লেনদেন ১ ঘন্টা পরে শুরু করার জন্য সময় নির্ধারন করা হয়েছিল। তবে এই সময় আরও পিছিয়ে দুপুর ২টায় করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) ডিএসই ও সিএসই পর্ষদ বৈঠক করে করোনাভাইরাসের কারনে লেনদেনের সময় একঘণ্টা কমিয়ে এনেছে। বৈঠক শেষে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে লেনদেন বিকাল আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায় শেষ হবে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ