করোনা আতংকে চলতি সপ্তাহেও আগের দুই কার্যদিবসের মতো বুধবারও (১৮ মার্চ) ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। ব্যাপক পতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকটি প্রায় সাত বছরের মধ্যে নিম্ন স্থানে নেমে গেছে। পতনের বাজারে এদিন ৯ খাতের শতভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে শতভাগ দরপতন হওয়া খাতগুলোর মধ্যে ছিল- বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, চামড়া, ভ্রমণ ও অবকাশ, পেপার ও প্রিন্টিং, সেবা ও আবাসন এবং পাট খাত।
এছাড়া, আজ অন্যান্য খাতেও দর পতনের ধাক্কা কম ছিল না। আজ বস্ত্র খাতে ৯৬ দশমিক ৪৯ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৯৬ দশমিক ৪৪ শতাংশ, ইন্সুরেন্স খাতে ৯৫ দশমিক ৭৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডে ৯৪ দশমিক ৬৯ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৯০ শতাংশ, প্রকৌশল খাতে ৯৪ দশমিক ৮৭ শতাংশ, আর্থিক খাতে ৮৬ দশমিক ৩৬ শতাংশ, সিমেন্ট খাতে ৮৫ দশমিক ৭১ শতাংশ, সিরামিক খাতে ৮০ শতাংশ এবং ব্যাংক খাতে ৭৩ দশমিক ৩৩ শতাংশ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে।
শেয়ারবার্তা / আনিস