পুঁজিবাজারের উন্নয়ন একসাথে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর ব্যাপারে কাজ করবে স্টক এক্সচেঞ্জ দুটি।
সম্প্রতি ডিএসইর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের সাথে সিএসইর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের এক সৌজন্য সাক্ষাতে এই ব্যাপারে উভয় স্টক এক্সচেঞ্জ একমত পোষণ করে। ডিএসইর প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত হয়।
সাক্ষাতে উভয় স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা পুঁজিবাজারের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিন ডিএসইর নব নির্বাচিত চেয়ারম্যানকে সিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
শেয়ারবার্তা/ সাইফুল