1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সব আতংক কাটিয়ে উত্থানে পুঁজিবাজার
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২৫ এএম

সব আতংক কাটিয়ে উত্থানে পুঁজিবাজার

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০
DSE CSE

বড় পতনের ধাক্কা কাটিয়ে আজ বুধবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৩৯ মিনিটে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮১ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে ৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৮৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৪টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৮৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ