1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৯ দিনে বিনিয়োগকারীদের ৪৩ হাজার কোটি টাকা গায়েব
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পিএম

৯ দিনে বিনিয়োগকারীদের ৪৩ হাজার কোটি টাকা গায়েব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
down

তারল্য সংকটের কারণে চলতি বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজার মন্দার কবলে ছিল। উপর্যপুরি করোনাভাইরাস আতঙ্কে মহাধসের মধ্যে পড়েছে। গত ৯ কার্যদিবসে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের প্রায় ৪৩ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে।

করোনাভাইরাসের প্রকোপে বেশকিছুদিন যাবত বিশ্ব পুঁজিবাজার মন্দার কবলে পড়েছে। ঝড়ের কবলে পড়ে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে সাময়িক লেন-দেন বন্ধ রাখা ঘটনা ঘটেছে। ঝড় সামলাতে না পেরে ভারত ও পাকিস্তানের বাজারেও লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। আর ফিলিপাইনের পুঁজিবাজারসহ সব ধরনের আর্থিক বাজার স্থগিত করেছে।

বিশ্ব পুঁজিবাজারে দেখা দেয়া বেহাল দশার প্রভাবে দেশের শেয়ারেও বেশি কিছুদিন ধরে মন্দা চলছিল। এ পরিস্থিতিতে গত ৯ মার্চ বাংলাদেশ প্রথম তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ পায়। পরের কার্যদিবসেই করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজার ধসে পড়ে। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭৯ পয়েন্ট কমে যায়।

ভয়াবহ এই ধসের কবলে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। দিন যত যাচ্ছে ততো তলানিতে যাচ্ছে পুঁজিবাজার। আর পুঁজিহারা বিনিয়োগকারীদের হাহাকার বাড়ছে। পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় আতঙ্কিত বিনিয়োগকারীদের একটি অংশ পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার দাবি তুলেছেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ভয়াবহ পতনের কবলে পড়ে শেষ ৯ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন কমেছে ৪২ হাজার ৯৪৯ কোটি টাকা। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে দাম এই পরিমাণ কমে গেছে। এ হিসাবে গত নয় কার্যদিবসে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে প্রায় অর্ধ লাখ কোটি টাকা লোকসান হয়েছে।

ভয়াবহ এই পতনের মুখে পড়ে প্রধান মূল্যসূচক ৬৯৪ পয়েন্ট হারিয়েছে ডিএসই। ২০১০ সালে পুঁজিবাজারে মহাধসের পর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইর সূচকে পরিবর্তন আনা হয়। বাজারটিতে প্রধান মূল্যসূচক হিসেবে চালু করা হয় ডিএসইএক্স। শুরুর দিন সূচকটির ভিত্তি পয়েন্ট ছিল ৪ হাজার ৫৫ পয়েন্ট। এখন এই সূচকটি ৩ হাজার ৭৭২ পয়েন্টে নেমে গেছে। অর্থাৎ শুরু অবস্থান থেকেও ২৮৩ পয়েন্ট নিচে চলে এসেছে ডিএসইর প্রধান সূচক।

পুঁজিবাজারের এই পরিস্থিতিকে রক্তক্ষরণের সঙ্গে তুলনা করছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, প্রতিদিন পুঁজিবাজারে ধস নামছে, আর নীরবে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হচ্ছে। প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারী বিনিয়োগ না করে নীরব থাকায় পতনের মাত্রা বেড়েই চলেছে। এ পরিস্থিতি থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে কিছুদিনের জন্য পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা উচিত।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে এখন সবার মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। কারসাজি চক্র এই করোনাভাইরাসকে পুঁজি করে পুঁজিবাজারে আতঙ্ক বাড়াচ্ছে। প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না। তাদের নীরব থাকার কারণেই বাজারে এমন পতন হচ্ছে। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে কমপক্ষে দুই সপ্তাহের জন্য পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা উচিত।

ডিএসই’র পরিচালক মো. রকিবুর রহমান বলেন, করোনাভাইরাস আতঙ্ক এবং বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়ার পরও ব্যাংকের বিনিয়োগ না বাড়ায় পুঁজিবাজারে এমন পতন হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সবাই পুঁজিবাজার ভালো করতে চেষ্টা করছে। আশাকরি শিগগির ব্যাংকের বিনিয়োগ বাড়বে এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।

পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখাতে বিনিয়োগকারীদের করা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সুযোগ নেই। কারণ এ ধরনের কোনো আইন আমাদের নেই।

এদিকে পুঁজিবাজার টেনে তুলতে স্টেকহোল্ডারদের একটি অংশের দাবির প্রেক্ষিতে এবং সরকারের ওপর মহলের হস্তক্ষেপে গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়া হয়।

নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, যা পরিশোধের সময় পাবে পাঁচ বছর। আর ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে।

তবে বাংলাদেশ ব্যাংক থেকে সুযোগ দেয়ার পরও ব্যাংকগুলো এখনো উল্লেখযোগ্য সাড়া না দেওয়ায় গত ১০ মার্চ তালিকাভুক্ত ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠক করে ডিএসই। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ না বাড়ায় ওই বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে বড় ধস নামলে বিনিয়োগকারীদের একটি দল ডিএসইতে গিয়ে লেনদেন বন্ধ রাখার দাবি জানান।

বিনিয়োগকারীদের এই দাবির প্রেক্ষিতে ডিএসইর এমডি ছানাউল হক তাদের বলেন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার ভালো করতে চেষ্টা করছে। বাজার ঘুরে দাঁড়াবে।

ডিএসইর এমডির এই আশ্বাসের বিনিয়োগকারীরা ফিরে আসেন। পরদিন (১৬ মার্চ) লেনদেনের শুরুতে পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার ইঙ্গিত পাওয়া যায়। পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ৫১ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুরে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সংবাদ আসে। সেইসঙ্গে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর ঊর্ধ্বমুখী বাজারে নেমে আসে বড় ধস।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ