পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর্থিক খাতে শ্লথগতির মধ্যেও কোম্পানিটি ভাল লভ্যাংশ ঘোষণা করেছে। কিন্তু ভালো লভ্যাংশ ঘোষণার পরও ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি কোম্পানিটির শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল (সোমবার) কোম্পানিটির লভ্যাংশের খবর উভয় পুঁজিবাজারে প্রকাশিত হয়। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ৫২ টাকা ১০ পয়সা। সে হিসেবে শেয়ারটি দর হারায় ৬ টাকা বা ১০ দশমিক ৩৪ শতাংশ।
গতকাল ডিএসইতে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা ১০ পয়সা। এ হিসেবে শেয়ারটির মূল্য-আয় অনুপাত (Price-Earning Ratio-PE Ratio) দাঁড়ায় ৬ দশমিক ৫৬। অন্যদিকে ডিভিডেন্ড ইল্ড বা বাজার মূল্যে শেয়ার প্রতি প্রকৃত প্রাপ্তি দাঁড়ায় ৫ দশমিক ১৫ শতাংশ, যা ব্যাংকের স্থায়ী আমানতের কাছাকাছি।
পিই রেশিও’র দিক থেকে অনেক নিরাপদ অবস্থানে এবং ডিভিডেন্ড ইল্ড বিবেচনায় বেশ আকর্ষণীয় হওয়া সত্ত্বেও গতকাল পুঁজিবাজারের বড় দরপতনের ঝাপটা থেকে রক্ষা পায়নি ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার।
শেয়ারবার্তা / হামিদ