1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বুধবার থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ শুরু
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ এএম

বুধবার থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ শুরু

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২০

দেশের তফসিলি ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, আগামী ১৮ মার্চ, বুধবার থেকে তারা পুঁজিবাজারে বিনিয়োগে থাকবেন।

আজ পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়ন ও বাজারে বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকে ২০০ কোটি টাকার তহবিল গঠন সংক্রান্ত বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসদুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর সভাপতি আলী রেজা ইফতেখারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এবিবি’র সভাপতি আলী রেজা ইফতেখার অবশ্য বলেছেন, ব্যাংকগুলো আগামী সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে ছোটখাট কিছু সমস্যা আছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। তারা শিগগিরই এগুলো ঠিক করে দেবেন। এরপরই ব্যাংকগুলো তহবিল গঠন করে বিনিয়োগে সক্রিয় হবে।

সভায় জানানো হয়, ব্যাংকগুলো ইতোমধ্যে কিছু কিছু বিনিয়োগ করেছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে কিছু ত্রুটি থাকায় ব্যাংকগুলো বিশেষ তহবিলের অর্থ নিতে আগ্রহী হয়নি। প্রজ্ঞাপনটি সংশোধন হলে ব্যাংকগুলো বিশেষ তহবিল হতে অর্থ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করবে।

সভায় আরো জানানো হয়, ১১ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নিজস্ব তহবিল ও কেন্দ্রিয় ব্যাংক হতে অর্থ নিয়ে বিশেষ তহবিল গঠন করেছে। যদিও ব্যাংকগুলো পুরোদমে বিনিয়োগ শুরু করেনি।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ